উল্লাপাড়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি'র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি অভিযান শেষে সিরাজগঞ্জ এক্সপ্রেসেকে'কে বলেন, বেশি মূল্যে কাপড় বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ কসমেটিক বিক্রি এবং টিনের দোকানে মূল্য তালিকা না থাকায় মেলা ফ্যাশনকে ৫ হাজার, হাবিব স্টোরকে ৭ হাজার, দত্ত ব্রাদার্সকে ৭ হাজার ও মনেরেখ শাড়ীকে ৭ হাজার ও টিনের দোকানকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উল্লাপাড়া থানার পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।