মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে ওলামা মাশায়েখ পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শুক্রবার ১০ জুন জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে সাধারণ মুসল্লীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলগুলো শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদিক্ষন করে বাজার স্টেশন চত্বরে সমাবেত হয়।
সমাবেশে মুফতি কেরামত আলী হুশিয়ারি দিয়ে বলেন, নবীর অবমাননা আমরা বাংলাদেশের তৌহিদি জনতা কখনোই বরদাস্ত করবোনা, জীবন দিয়ে হলেও প্রতিহত করবো।
এ সময় মাওলানা সোয়ায়েল আহমেদ বলেন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসুলকে (সা.) নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে বিজেপির দুই নেতা। এরই প্রতিবাদে দ্বীনি মুসলমানরা জেগে উঠেছে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানিয়ে দ্রুত ব্যাখ্যা দেয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা। এছাড়া ভারতের সবকিছু বর্জন করার ঘোষণাও দেয়া হয় এ সমাবেশ থেকে।