সিরাজগঞ্জের চান্দাইকোনায় ৪৯ বোতল ফেন্সিডিল সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জের চন্দাইকোনাই র্যাবের অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০৬ ডিসেম্বর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ- অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা পাবনা বাজারস্থ মেসার্স হিমু মটরস্ এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট থেকে ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল,মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০১ টি সিম জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃআনোয়ার হোসেন (৩৫), পিতা-মোঃ শুক্কুর আলী, সাং- ইসলামনগর, থানা ও জেলা-জয়পুরহাট।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণীর ১৪(খ) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।